গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের জামালপুর চার সড়ক বাজার। সপ্তাহের প্রতি শনিবার বসে এই হাট। ধীরে ধীরে বাজারটি জনপ্রিয়তা বেড়েই চলেছে গাজীপুরবাসীর কাছে। বিশেষ করে কোরবানির ঈদ সামনে রেখে এই বাজারে দূর দূরান্ত থেকে ক্রেতা- বিক্রেতারা আসে তার কাঙ্ক্ষিত পশু ক্রয় বিক্রয় করার জন্য। কিন্তু একই বাজারের দুই পাশে দুই হাট বসায় বিপাকে পড়েছেন ক্রেতা বিক্রেতারা। মাস দুয়েক আগে নতুন করে ১ কোটি ৫ লক্ষ টাকা দিয়ে সরকারি এ হাট টির ইজারা নেন ফরহাদ হোসেন। এরই মধ্যে মোসুমি কুরবানির হাট নামে হাট বসিয়েছে অন্য পক্ষ। এতে করে ভোগান্তিতে পড়েছেন ক্রেতা বিক্রেতারা। কোন হাটে পশু বিক্রি করবেন এই নিয়ে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে বিক্রেতাদের মনে। অন্যদিকে হাটে উচ্ছৃঙ্খলতা এড়াতে প্রশাসন থেকে মোতায়েন করা হয়েছে পুলিশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:কাউছার আহমেদ জানান, দ্রুত এর সমাধানে কাজ করে যাচ্ছে প্রশাসন।
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
कोई टिप्पणी नहीं मिली