গাজায় ইসরায়েলি হামলায় রক্তক্ষয়ী দিন: হাসপাতালে পাশে নিহত ৫০

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় আবারও ঝরল নিরীহ ফিলিস্তিনিদের রক্ত। কামাল আদওয়ান হাসপাতালের কাছে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) চালানো এই হামলায় প্র
গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় আবারও ঝরল নিরীহ ফিলিস্তিনিদের রক্ত। কামাল আদওয়ান হাসপাতালের কাছে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) চালানো এই হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫০ জন। নিহতদের মধ্যে তিনজন চিকিৎসা কর্মীও রয়েছেন। বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে জানানো হয়েছে, উত্তর গাজার বেইত লাহিয়া প্রজেক্ট এলাকায় কামাল আদওয়ান হাসপাতালের বিপরীত পাশের একটি ভবনকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। বোমা বিস্ফোরণের পর পুরো ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়। সেখান থেকে উদ্ধারকাজ চালিয়ে হাসপাতালের তিনজন কর্মীসহ ৫০ জনের মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতালটির পরিচালক ডা. হুসাম আবু সাফিয়া বলেন, "ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ছোড়া বোমার আঘাতে পুরো এলাকা কেঁপে ওঠে। ধ্বংসস্তূপের নিচে থাকা অনেক প্রাণ অকালে ঝরে গেছে। এমনকি চিকিৎসা কর্মীরাও রক্ষা পাননি। এই হামলা মানবতার বিরুদ্ধে এক নৃশংস অপরাধ।" এ হামলার ফলে এলাকাটিতে চরম মানবিক সংকট তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ডা. আবু সাফিয়া। গাজা ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন দীর্ঘদিন ধরে চলছে। প্রতিদিনের বোমা হামলা, মৃত্যুর মিছিল এবং মানবিক বিপর্যয় ফিলিস্তিনিদের জীবনকে আরও অসহনীয় করে তুলেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরব ভূমিকা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশ্ববাসীর প্রতি আহ্বান, এই মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে সোচ্চার হোন এবং নিরপরাধ মানুষের জীবনের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নিন। এই নৃশংস হামলার বিরুদ্ধে আপনার মতামত জানান।
لم يتم العثور على تعليقات