গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নিজ ঘর থেকে নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ জুন) সকাল ১০টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকেরপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—রাসেল মিয়া (১৮) ও তার স্ত্রী জুঁই খাতুন (১৫)। রাসেল ওই গ্রামের জাকিরুল ইসলামের ছেলে এবং রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন।
বেতকাপা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা জানান, তিন মাস আগে প্রেমের সম্পর্কের জেরে বিয়ে হয় রাসেল ও জুঁইয়ের। বিয়ের পর থেকে পরিবারে কোনো বিরোধ বা ঝামেলার খবর পাওয়া যায়নি। সবার চোখে ছিল এক 'আনন্দময় দাম্পত্য'।
রাসেলের মা রাশিদা বেগম জানান, সোমবার রাতে দুজনে একসঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। সকালে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে উঁকি দেন তিনি। তখনই দেখতে পান, ঘরের বাঁশের আড়ার সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে রাসেল ও জুঁইয়ের মরদেহ।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে, তবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ এখনও অজানা। তদন্ত চলছে।”
এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও বিস্ময়ের ছায়া নেমে এসেছে। কেউ ভাবতেই পারেননি এমন ‘সুখী’ দম্পতির পরিণতি এমন মর্মান্তিক হবে।