গাইবান্ধায় দুলাভাইকে পিটিয়ে হত্যা, দুই শ্যালক পলাতক

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
গাইবান্ধা সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই শ্যালকের হাতে নিহত হয়েছেন দুলাভাই মোজাহার আলী বেপারী। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে সদর থানার ওসি মো. শাহীনুর তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।..

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি বুধবার সন্ধ্যায় উপজেলার প্রধান বাজারের ব্যাপারী পাড়া গ্রামে ঘটেছে। নিহত মোজাহার আলী বেপারী গিদার ইউনিয়নের  বাজার এলাকার মৃত এসহাক আলীর ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, প্রায় ২৫ বছর আগে মোজাহার আলী তার শ্বশুর থেকে ২৪ শতক জমি কিনেছিলেন। শ্বশুরের মৃত্যু হওয়ার আগে জমির দলিল তৈরি হয়নি। মোজাহার আলী সম্প্রতি জমিটি দুই শ্যালক লুৎফর রহমান ও নবীর হোসেনের কাছে দলিল করাতে চাইলে তারা নানা অজুহাত দেখাতে থাকেন।

এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে তর্কবিতণ্ডা শুরু হয়। বাগবিতণ্ডা একধাপে লাঠিপেটার ঘটনা রূপ নেয়। লুৎফর রহমান ও নবীর হোসেন মোজাহার আলীকে লাঠি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাইবান্ধা জেলারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল আলীম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে দুই শ্যালক পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

कोई टिप्पणी नहीं मिली