close

লাইক দিন পয়েন্ট জিতুন!

গাবুরার পার্শ্বেমারিতে ছাত্রদলের জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত..

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
****

গাবুরার পার্শ্বেমারিতে ছাত্রদলের জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ১২ নম্বর গাবুরা ইউনিয়ন শাখার উদ্যোগে ৫ নম্বর ওয়ার্ডের ছাত্রদল কর্মীদের সাথে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (তারিখ উল্লেখ করুন) গাবুরার পার্শ্বেমারি এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন ছাত্রদলের নেতা শেখ সুমন হোসেন, হাবিবুর রহমান ও জাহিদ হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ।

সভায় সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রনেতা শেখ সুমন হোসেন বলেন, "ছাত্র রাজনীতি শুধুমাত্র রানিং ছাত্রদের জন্য। যাদের ছাত্রত্ব নেই, তাদের জন্য ছাত্র রাজনীতি নয়।"

ছাত্রনেতা হাবিবুর রহমান বলেন, "ছাত্রদল একটি সুসংগঠিত সংগঠন। এখানে চাঁদাবাজি এবং মাদকাসক্তদের কোনো স্থান নেই।"

ছাত্রনেতা জাহিদ হাসান বলেন, "বিগত দিনে ছাত্রলীগ যেভাবে নোংরা রাজনীতি করেছে, সেই ধরনের রাজনীতি ছাত্রদল করে না। ছাত্রদলে মাস্তানদের কোনো স্থান ছিল না, ভবিষ্যতেও হবে না।"

আলোচনা সভায় নেতারা আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

कोई टिप्पणी नहीं मिली