close

লাইক দিন পয়েন্ট জিতুন!

গাবুরা ও বুড়িগোয়ালিনীতে কিশোরীদের জন্য কারাতে প্রশিক্ষণ অনুষ্ঠিত..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
৭১ নং বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন প্রকল্পে গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের কিশোরীদের ২০ দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :

কারাতে প্রশিক্ষণ গ্রহণ করি নিজের আত্মরক্ষা নিজেই করি এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (০৮ মে '২৫) বিকাল ৩ টায় সাতক্ষীরার শ্যামনগরের ৭১ নং বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে লিডার্স এর আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসি অব সুইডেন এর সহযোগিতায় কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি প্রকল্পের আওতায় গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের কিশোরীদের ২০ দিনব্যাপী কারাতে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল রিফাত সহকারী কমিশনার ভূমি, লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন, অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াছিনুল হক।

সভাপতিত্ব করেন ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল।

প্রধান অতিথি বলেন তোমরা যাতে আত্মবিশ্বাসী হও, সকল ভয়ভীতি বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যেতে পারো এজন্য এই প্রশিক্ষন প্রদান করা হয়েছে। একজন নারীর যোগ্যতা দক্ষতা আত্মবিশ্বাসের মাধ্যমে প্রকাশ পায়। এই প্রশিক্ষনের মাধ্যমে দূর্গম এলাকার কিশোরীদের আত্মবিশ্বাসী করে তুলবে এই আশাবাদ তিনি ব্যক্ত করেন। 

উক্ত কারাতে প্রশিক্ষণে গাবুরা ও  বুড়িগোয়ালিনী ইউনিয়নের ২০ জন কিশোরী অংশগ্রহণ করেন। কারাতে প্রশিক্ষণটি পরিচালনা করেন জি এম রাজগুল আহমেদ রাজু। 

Nenhum comentário encontrado


News Card Generator