close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

গাবতলী দক্ষিণপাড়া ইউনিয়ন জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ..

আরিফুল ইসলাম বগুড়া প্রতিনিধি avatar   
আরিফুল ইসলাম বগুড়া প্রতিনিধি
****

বগুড়ার গাবতলী উপজেলার দক্ষিণ পাড়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঘরে ঘরে গিয়ে ইসলামী আদর্শ, দলের লক্ষ্য-উদ্দেশ্য ও মূল্যবোধ ছড়িয়ে দিচ্ছেন নেতাকর্মীরা। এতে স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক সাড়া দেখা গেছে।

 

এ গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন দক্ষিণ পাড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবুল কাশেম, সেক্রেটারি মো. আনিছুর রহমান, নায়েবে আমির মাওলানা ফেরদাউস রহমান, ওলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হাসান শামীম, ১ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা মোজাফফর রহমান এবং ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা এরশাদুল বারী ।

 

মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনায় সক্রিয় রয়েছেন মোহাম্মদ সোহানুর রহমান পিন্টু মাস্টার, মোকলেসুর রহমান, হায়দার আলী, আব্দুল্লাহিল কাফি মাস্টার, হাফেজ মামুনুর রশিদসহ যুব সমাজের সদস্য মাহিম, তাপস, আব্দুস সামাদ ও নজরুল ইসলাম সহ আরো অনেকেই।

 

নেতাকর্মীরা জানান, এই গণসংযোগের উদ্দেশ্য সাধারণ মানুষের সঙ্গে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং ইসলামভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্ন ছড়িয়ে দেওয়া এবং সংগঠনের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা।

 

তারা বলেন, চারটি মূলভিত্তির উপর সমাজ গড়ে তুললেই টেকসই উন্নয়ন সম্ভব—নৈতিকতা, পারিবারিক বন্ধন, সামাজিক দায়বদ্ধতা এবং আল্লাহর প্রতি দায়িত্ববোধ।

 

এ গণসংযোগ কার্যক্রমে জনগণের ব্যাপক সাড়া প্রমাণ করছে—মানুষ আজ ইসলামী মূল্যবোধের প্রতি আগ্রহী এবং ন্যায়ের ভিত্তিতে নেতৃত্ব চায়। সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার অঙ্গীকার জানানো হয়েছে।

نظری یافت نشد