ফুটওভার ব্রিজের অভাবে সড়ক দুর্ঘটনা, শ্রমিক আহত — ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ"
মো আবীর হাসান
সাভার উপজেলা প্রতিনিধি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজ সকালে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক পোশাক কারখানার শ্রমিক গুরুতর আহত হলে উত্তেজিত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের অভিযোগ, ঘটনার মূল কারণ ছিল সংশ্লিষ্ট স্থানে ফুটওভার ব্রিজের অভাব। প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক পারাপার করেন জীবনের ঝুঁকি নিয়ে। আজও তার ব্যতিক্রম হয়নি। সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাসের ধাক্কায় আহত হন ওই নারী শ্রমিক।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে সহকর্মীরা ক্ষোভে ফেটে পড়ে এবং সকাল ৯টা থেকে মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে করে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভকারীরা বলেন, ‘‘আমরা বহুবার দাবি জানিয়েছি এখানে ফুটওভার ব্রিজ স্থাপন করার জন্য। কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয়। আজ একজন আহত হয়েছেন, কাল কার পালা?’’
খবর পেয়ে পুলিশ ও হাইওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় দুই ঘণ্টা পর কর্তৃপক্ষ দ্রুত ফুটওভার ব্রিজ স্থাপনের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়।
স্থানীয়রা বলছেন, বারবার এমন দুর্ঘটনা ঘটলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফুটওভার ব্রিজ স্থাপন ছাড়া এর স্থায়ী সমাধান সম্ভব নয়।
উল্লেখ্য, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত সড়কগুলোর একটি। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ এ সড়ক ব্যবহার করেন, বিশেষ করে বিভিন্ন শিল্পাঞ্চলের শ্রমিকরা। তাই দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও অবকাঠামো উন্নয়নের দাবি জানিয়েছে এলাকাবাসী।