ফুলতলায় বাগান থেকে উদ্ধার নবজাতক, উন্নত চিকিৎসার জন্য খুমেকে পাঠানো হলো।..

MD ABDULLAH avatar   
MD ABDULLAH
ফুলতলায় বাগান থেকে উদ্ধার নবজাতক, উন্নত চিকিৎসার জন্য খুমেকে পাঠানো হলো।

ফুলতলায় বাগান থেকে উদ্ধার নবজাতক, উন্নত চিকিৎসার জন্য খুমেকে পাঠানো হলো

খুলনার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের মিস্ত্রিপাড়া এলাকার একটি নির্জন বাগান থেকে রবিবার ভোরে এক নবজাতক কন্যা শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ভোরের নীরবতা ভেঙে শিশুটির কান্নার শব্দ শুনে এলাকাবাসী সেখানে ছুটে যান। খবর পেয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনীম জাহান খবর পেয়ে স্বচক্ষে নবজাতকটির অবস্থা দেখতে হাসপাতালে যান। চিকিৎসকদের পরামর্শে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত খুমেকে স্থানান্তর করা হয়।

স্থানীয়রা জানান, শিশুটি সুস্থ হয়ে উঠুক—এটাই এখন সবার একমাত্র প্রার্থনা।

Nenhum comentário encontrado