ফুলবাড়ীয়ায় পৃথক অভিযানে শ্রমিক লীগ ও ছাত্রলীগ নেতাসহ ৯ জন গ্রেপ্তার..

Azizul Islam avatar   
Azizul Islam
ফুলবাড়ীয়ায় পৃথক অভিযানে শ্রমিক লীগ ও ছাত্রলীগ নেতাসহ ৯ জন গ্রেপ্তার
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় পৃথক অভিযানে শ্রমিক লীগ ও ছাত্রলীগ নেতাসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) রাতে ফুলবাড়ীয়া থানা পুলিশের কয়েকটি দল এ অভিযান পরিচালনা করে।
 
থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন পৌরসভার আমতলী পশ্চিম পাড়া এলাকার জমির উদ্দিনের ছেলে উপজেলা অটো টেম্পো শ্রমিক লীগের সভাপতি মনির হোসেন (৪৫), মধ্যপাড়ার চান মিয়ার ছেলে কলেজ ছাত্রলীগের প্রকাশনা সম্পাদক মামুন মিয়া (২৪) এবং পুটিজানা ইউনিয়নের পাঞ্জানা গ্রামের আব্দুল মতিনের ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিব জয় কাউসার (২৮)। এসআই আব্দুল আলীমের নেতৃত্বে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
 
একই রাতে উপজেলার বৈদ্যবাড়ী এলাকায় এসআই শামীম কবিরের নেতৃত্বে জুয়া বিরোধী অভিযান চালানো হয়। ওই অভিযানে ইউনুস ফকিরের ছেলে শাহজালাল ফকির (৪০), আবুল কালামের ছেলে আল আমিন (২৭), জামাল সরকারের ছেলে শহিদুল্লাহ (৪২) এবং ওহাব আলীর ছেলে আবু সাইদ (৩২)-কে গ্রেপ্তার করা হয়।
 
এছাড়া, এসআই শহীদুল ইসলামের নেতৃত্বে মাঠের চালা এলাকায় অভিযান চালিয়ে মৃত ওমর ফারুকের ছেলে মোস্তাকিম (২২) এবং পাঞ্জানা গ্রামের মৃত শমসের আলীর ছেলে আমিনুল ইসলাম (২০)-কে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
 
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, “গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন রাজনৈতিক নেতাকে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার ওপর হামলার মামলায় আসামি হিসেবে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকিদের বিরুদ্ধে জুয়া ও অন্যান্য মামলায় আদালতে পাঠানো হয়েছে।”
Keine Kommentare gefunden