close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ফুলবাড়ীয়ায় ভিজিডি কার্ডের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

jerin Akter avatar   
jerin Akter
ফুলবাড়ীয়ায় ভিজিডি কার্ডের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বাকতা ইউনিয়নে নারীদের জন্য বরাদ্দকৃত ভিজিডি (VGD) কার্ডের ৫ মাসের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, কার্ডপ্রতি বরাদ্দকৃত ১৫০ কেজির স্থলে মাত্র ১২০ কেজি করে চাল দেওয়া হয়েছে।

সূত্র জানায়, সরকারের নিয়ম অনুযায়ী, দুই বছর মেয়াদি (২৪ মাস) ভিজিডি কার্ডধারীদের মেয়াদ শেষ হয় গত ডিসেম্বর মাসে। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় নতুন কোনো তালিকা না হওয়ায় জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চাল বিতরণ বন্ধ থাকে। পরবর্তীতে সরকার পূর্ববর্তী কার্ডধারীদের মেয়াদ বাড়িয়ে দেয়, ফলে একসঙ্গে পাঁচ মাসের জন্য প্রতি কার্ডে ১৫০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়।

ভুক্তভোগী কার্ডধারীদের অভিযোগ, চাল কম দেওয়ার কারণ জানতে চাইলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, বাকি ৩০ কেজি চাল মসজিদ ও মাদ্রাসায় দান করা হবে। এ বক্তব্যে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

একজন কার্ডধারী নারী বলেন, “আমরা সরকারিভাবে যে চাল পাওয়ার কথা, সেটা থেকে বঞ্চিত হচ্ছি। মসজিদে দান ভালো কাজ, কিন্তু সেটা আমাদের বরাদ্দকৃত চাল থেকে কেন করা হবে?”

এলাকাবাসীর দাবি, সরকারি সহায়তার চাল সুবিধাভোগীদের না দিয়ে অন্য খাতে ব্যয় করাটা নৈতিক ও আইনগত দিক থেকে প্রশ্নবিদ্ধ। তাঁরা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।

لم يتم العثور على تعليقات


News Card Generator