close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ফুলবাড়ি ধরলা নদীতে অবৈধ বালু উত্তোলন ও বিক্রয় , তীরবর্তী এলাকা হুমকির মুখে..

Foysal Sourov avatar   
Foysal Sourov
উওরবঙ্গ খবর

ফুলবাড়ি ধরলা নদীতে অবৈধ বালু উত্তোলন ও বিক্রয় , তীরবর্তী এলাকা হুমকির মুখে

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি  উপজেলা প্রশাসনের নাকের ডগায় ধরলা নদীতে ইজারা ছাড়াই দীর্ঘদিন থেকে বালু বিক্রয় করে আসছে একটি প্রভাবশালী সিন্ডিকেট। প্রশাসনের নজরদারির অভাবে প্রতিদিনই দিন  বালু বিক্রয় করা হচ্ছে, যা পরিবেশ ও নদী রক্ষা আইনের চরম লঙ্ঘন। সরেজমিনে দেখা যায় নদীর চর অংশ থেকে  ট্রাক ও টলী দিয়ে বালু  বিক্রি করে আসছে প্রভাবশালী একটি সিন্ডিকেট। এভাবে অবাধে চর কেটে বালু  বিক্রয় করায় নদীর দুইপাশের ফসলি জমিসহ বেড়িবাঁধ হুমকির মুখে পড়েছে।

বিদ্র:আপনাদের আশেপাশে ঘটে যাওয়া সকল ঘটনার
তথ্য আমাদের দিতে 01988-850277 যোগাযোগ করুন,

Inga kommentarer hittades


News Card Generator