নগরকান্দা সালথা চলছে
অবৈধভাবে ফসলি জমির মাটিকাটা রমরমা ব্যবসা।
ফরিদপুর জেলা প্রতিনিধি:
মো: রেজাউল ইসলাম বাবলু
ফরিদপুর নগরকান্দা উপজেলার, রামনগর ইউনিয়নের, দেবীনগর প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে,
বিনা অনুমতিতে ফসলি জমির মাটি কাটছে কিছু অবৈধ মাটি ব্যবসায়ী।
ফসলি জমির মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে দীর্ঘদিন ধরে এই মাটি কেটে আসছে, এই মাটি বিভিন্ন ইটভাটায় পৌঁছে দেওয়ার জন্য ড্রাম ট্রলি ব্যবহার করার কারণে অত্র এলাকার রাস্তা গুলো ভেঙে চৌচির হয়ে গেছে,
এভাবে মাটি কাটার কারণে একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ,কৃষক, এবং রাস্তাঘাট।
মাটি মহল প্রভাবশালী হওয়ায় যাদের কৃষি জমির উপর দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে তারাও কিছু বলার সাহস রাখেনি।
উক্ত ফসলে জমির মালিকেরা আমাদের কাছে অবগত করলে প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টায়
নগরকান্দা উপজেলার কাফি বিন কাবির( uno) স্যার সত্যতা যাচাইয়ের জন্য ভূমি উপ-পরিচালকের তত্ত্বাবধানে সকাল ১১ টার সময় উক্ত বিষয়ের উপরে একটি অভিযান চালিয়ে দুইজনকে আটক এবং বাকি সবাই পালিয়ে যায়।
তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয় এবং ভূমি আইনে যে ব্যবস্থা আছে তা গ্রহণ করা হয়। এই মাটি কাটা বন্ধু হওয়ায় এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে।
পরবর্তীতে গ্রামবাসী ইউএনও স্যার এবং ভূমি কর্মকর্তাকে অনুরোধ করে প্রত্যেকটি গ্রামে যেন এভাবে তারা অভিযান চালায়।