ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী বাবু আটক
চাঁদপুর ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী বাবু হোসেন (২৫) ইয়াবা সহ আটক করা হয়েছে। ৪এপ্রিল বিকালে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে ফরিদগঞ্জে অস্থায়ীভাবে স্থাপিত আর্মি ও ফরিদগঞ্জ থানা পুলিশ। অভিযানে ১০টি ইয়াবাসহ মাদক ব্যবসাায়ী বাবু হোসেন কে আটক করা হয়।
তথ্যটি নিশ্চিত করে যৌথ বাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ৪ সেপ্টেম্বর ২০২৪ইং থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলার সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্বার কার্যক্রম চলমান হয়েছে এবং জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করার জন্য উদ্বারকৃত ইয়াবা বাবু হোসেনকে ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।