ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে কেজি গাঁজাসহ আটক ২
ফরিদগঞ্জ(চাঁদপুর)প্রতিনিধি:
ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৫ কেজি গাঁজাসহ তালিকাভুক্ত ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আকটকৃতরা হলেন, চিহ্নিত মাদক ব্যবাসায়ী জাকির (২৫) ও শাকিল। তাদের ফরিদগঞ্জ পৌরসভার চরকমিরা গ্রাম থেকে আটক করা হয়।
৩মে স্থানীয় গোপন তথ্যেও ভিক্তিতে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প ও ফরিদগঞ্জ থানা পুলিশের যৌথ নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
যৌথ বাহিনীর প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে আরো বলা হয়,গত ৪ই সেপ্টেম্বও ২০২৪ থেকে চাঁদপুর জেলার সকল অস্ত্রধারী সন্ত্রাসী ,মাদক ব্যবসায়ী, অবৈধ অস্ত্র উদ্ধ্যার কার্যক্রম চলমান রয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।