close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ফরিদগঞ্জ পৌর প্রশাসকের দায়িত্বে ইউএনও সুলতানা রাজিয়া

Abdul Kadir  avatar   
Abdul Kadir
গত ১৯ আগস্ট ২০২৪ থেকে দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এ.আর. এম জাহিদ হাসানের কাছ থেকে লিখিত ভাবে দায়িত্বভার গ্রহণ করেন নবনিযুক্ত পৌর প্রশাসক সুলতানা রাজিয়া।..

 

ফরিদগঞ্জ পৌর প্রশাসকের দায়িত্বে ইউএনও সুলতানা রাজিয়া
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) সুলতানা রাজিয়া। সোমবার (৫ মে ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ পৌরসভার কার্যালয়ে প্রশাসকের দায়িত্বভার হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করে পৌর সহায়ক কমিটি। 
এ সময় গত ১৯ আগস্ট ২০২৪ থেকে দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এ.আর. এম জাহিদ হাসানের কাছ থেকে লিখিত ভাবে দায়িত্বভার গ্রহণ করেন নবনিযুক্ত পৌর প্রশাসক সুলতানা রাজিয়া।
 পৌর নির্বাহী কর্মকর্তা শাহ আবু সুফিয়ান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর সহায়ক কমিটির সদস্য ও উপজেলা স্বাস্থ্য-পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম, উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ, সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, শিক্ষা কর্মকর্তা শিরিন সুলতানা, যুব উন্নয়ন কর্মকর্তা মিসবাহ উদ্দিন, পৌর নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ।
অনুষ্ঠানে পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Keine Kommentare gefunden