close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
ফ্যাসিবাদ যতই ফিরে আসার চেষ্টা করুক, প্রতিষ্ঠিত হতে পারবে না” – ডা. শফিকুর রহমান


ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ২০২৫: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, "ফ্যাসিবাদ যতই ফিরে আসার চেষ্টা করুক, তার মৃত্যু অনিবার্য। তারা কখনোই প্রতিষ্ঠিত হতে পারবে না।" তিনি এ মন্তব্যটি করেছেন শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে।
ডা. শফিকুর রহমান বলেন, "ভাষা শহীদরা জাতির শ্রদ্ধার পাত্র। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন ভাষা শহীদরা আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন। তাদের অবমাননা করা জাতির জন্য অশুভ হবে।" তিনি আরও বলেন, "যারা ১৯৫২ সালে মুক্তির জন্য জীবন দিয়েছেন, তারা একটি প্রতিষ্ঠিত সরকার ও বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন। তাঁদের আত্মত্যাগ জাতি চিরকাল স্মরণ করবে।"
আমির জামায়াত বলেন, “ভাষা শহীদদের আত্মত্যাগের জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ। ৫২-এর আন্দোলন শুধু একটি ভাষার আন্দোলন ছিল না, এটা ছিল আমাদের স্বাধীনতার স্বপ্নের প্রথম পাথর। আজকের তরুণ প্রজন্মের দায়িত্ব এই মহান ইতিহাসকে রক্ষা করা।"
তিনি আরও বলেন, "তেমনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অবদানকেও জাতি কখনো ভুলবে না। ২৪-এর আন্দোলনকারীদের যাদের সংগ্রাম ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।"
ডা. শফিকুর রহমান তার বক্তব্যে বলেন, "বর্তমানে দেশে যেসব সংকট চলছে, সেই সব সমস্যার সমাধান শুধু একতা, শান্তি ও মানুষের কল্যাণের জন্য কাজ করে সম্ভব হবে। জামায়াত ইসলামীর রাজনৈতিক আদর্শ আমাদের এমন শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই নিবেদিত।"
এদিনের অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ শাখা জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ এবং স্থানীয় সমাজের বহু মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে ফ্রি মেডিকেল ক্যাম্পে শহরের বিভিন্ন অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
Geen reacties gevonden