close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ফিনল্যান্ড, ইউকে, হাঙ্গেরি—বিদেশি উচ্চশিক্ষার গন্তব্য জানলো বড়লেখার শিক্ষার্থীরা..

Amran Ahmed avatar   
Amran Ahmed
এমরান আহমদ, বড়লেখা (মৌলভীবাজার)থেকেঃ
বিদেশে উচ্চশিক্ষা ও উন্নত জীবনমান বিষয়ক সচেতনতা বাড়াতে মৌলভীবাজারের বড়লেখায় অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ল্ডওয়াইড এডুকেশন এক্সপো ২০২৫। সোমবার (২৮ এপ্রিল) বড়লেখায় মৌলভীব..

নাদিরা সুলতানা ও উম্মে তহোরা জুমুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এমসি কলেজের সাবেক উপাধ্যক্ষ ও সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজ সিলেটের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আবুল কালাম আজাদ, কিরগিজস্থানের এশিয়ান মেডিক্যাল ইনস্টিটিউটের ডিন প্রফেসর ড. রুসলান লিকোরুব, ঢাকার ক্যারিয়ার ডেভেলপমেন্ট স্পিকার সহযোগী অধ্যাপক ডা. এস ইউ আহমেদ, বড়লেখা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, ডা. এম এ কে জাহিদ, শিক্ষক রফিক উদ্দিন, ইঞ্জিনিয়ার মো: কামরুল হাসান, লন্ডন প্রবাসী শিক্ষক আব্দুল আহাদ, শিক্ষক মো: লুৎফুর রহমান, প্রবীণ নাগরিক সংঘের সাধারণ সম্পাদক আব্দুস সত্তার, এডভোকেট গউছ আলম খান, উপজেলার ১০ নং দক্ষিণভাগ (দক্ষিণ) ইউপির সাবেক ভরাপ্রাপ্ত চেয়ারম্যান ইকবাল হোসেন, জাকির হোসেন শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের সভাপতি আব্দুল মজিদ ও আয়োজক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো: খালেদুর রহমান প্রমূখ।

সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য ছিল নিবন্ধন ডেস্ক, তথ্যবহুল গাইডলাইন বিতরণ এবং র‍্যাফেল ড্র। যেখানে ১০ জন বিজয়ী কক্সবাজার ভ্রমণের সুযোগ পান। সেমিনারে বিভিন্ন দেশের উচ্চশিক্ষা, স্টাডি প্রসেস, স্কলারশিপ ও কোর্সভিত্তিক সুযোগ-সুবিধা তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা কনসালট্যান্টদের সাথে সরাসরি আলোচনা করে নিজেদের পরিকল্পনা নির্ধারণে সহায়তা পান।

প্রধান অতিথি প্রফেসর হায়াতুল ইসলাম বলেন, বিশ্ব এখন গ্লোবাল ভিলেজ। উন্নত বিশ্বে উচ্চশিক্ষার সুযোগ গ্রহণ করে নিজেদের দক্ষ করে তোলার সময় এসেছে।

সাকসেস মিডিয়া চেয়ারম্যান জাকির হোসেন জানান, ফিনল্যান্ডে বিনা খরচে পড়াশোনার সুযোগ রয়েছে। কিরগিজস্তানে তুলনামূলকভাবে কম খরচে এমবিবিএস সম্পন্ন করা যায়। হাঙ্গেরি, ইউকে, মলদোভা, ইউক্রেনসহ বিভিন্ন দেশের ভিসা প্রসেস ও সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। 

এশিয়ান মেডিক্যাল ইনস্টিটিউটের ডিন ড. রুসলান লিকোরুব বিদেশে উচ্চশিক্ষার গুরুত্ব তুলে ধরেন। ডা. এম এ কে জাহিদ সেমিনার আয়োজনের প্রশংসা করে বলেন, ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সাইন্সে বড়লেখার শিক্ষার্থীদের জন্য ১৫টি সিট বরাদ্দ করা হয়েছে।

অনুষ্ঠানে মাল্টিমিডিয়া স্লাইড, স্থিরচিত্র প্রদর্শন এবং বিভিন্ন বক্তার বক্তব্যের মাধ্যমে অংশগ্রহণকারীরা সমৃদ্ধ হন। শিক্ষার্থী আফজাল হোসেন রুমেল, রেদওয়ান আহমদ ও আলামিনসহ বেশ কয়েকজনের সাথে আমাদের কথা হয়। তারা জানান, এই সেমিনার তাদের বিদেশে উচ্চশিক্ষা সংক্রান্ত ধারণা ও আগ্রহ বাড়িয়েছে।

আয়োজক প্রতিষ্ঠান সাকসেস মিডিয়া এডুকেশন গ্রুপ সিলেটের ব্যবস্থাপনা পরিচালক খালেদুর রহমান বলেন, আমাদের লক্ষ্য বড়লেখার শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক উচ্চশিক্ষার দরজা উন্মুক্ত করা। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।

لم يتم العثور على تعليقات