আগামীকাল (সোমবার) ফেনীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে আলোচনার ঝড়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক প্রচার ও গুজবের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে ফেনী জেলা ছাত্রদল।
রোববার (২০ জুলাই) পৃথক ফেসবুক পোস্টে জেলা ছাত্রদলের সভাপতি এস এম সালাউদ্দিন মামুন এবং সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলন স্পষ্ট করে জানিয়ে দেন, এনসিপির এই কর্মসূচির সাথে ছাত্রদলের কোনো সংঘাত নেই, বরং শান্তিপূর্ণ কর্মসূচিকে তারা স্বাগত জানায়।
ছাত্রদল সভাপতি এস এম সালাউদ্দিন মামুন তার পোস্টে বলেন:
"আগামীকাল এনসিপির সভা-সমাবেশ নিয়ে যারা সংঘাতময় বক্তব্য ছড়াচ্ছেন, তারা ছাত্রদলের কেউ না। ছাত্রদলের কোনো কর্মসূচি নেই। একটি চক্র ষড়যন্ত্রমূলকভাবে আমাদের নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাই, গুজব ছড়ানোদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।"
ছাত্রদলের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলনও জানান:
"এনসিপির কেন্দ্রীয় নেতাদের ফেনীতে আগমনকে আমরা স্বাগত জানাই। কিন্তু একটি চিহ্নিত মহল মিথ্যা তথ্য ছড়িয়ে পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে। আমরা সেটি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।"
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন:
"ছাত্রদলের নামে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সবাইকে সতর্ক থাকতে হবে। একইসঙ্গে এনসিপির নেতৃবৃন্দের কাছেও দায়িত্বশীল আচরণের প্রত্যাশা করছি।"
এনসিপি কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার ফেনীর দুটি স্থানে তারা শান্তিপূর্ণ সমাবেশ করবেন। তবে সামাজিক মাধ্যমে ছড়ানো উত্তেজনাকর বক্তব্য ও গুজব ঘিরে তৈরি হয়েছে অনাকাঙ্ক্ষিত জটিলতা।
ছাত্রদলের এই সুনির্দিষ্ট অবস্থান রাজনৈতিক সচেতন মহলে প্রশংসিত হয়েছে এবং জনমনে স্বস্তি ফিরিয়েছে।



















