বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ফেনী জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় যুবদল।
আজ ২৫ জুন ২০২৫, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে নেতৃত্ব দিচ্ছেন জেলার অভিজ্ঞ ও ত্যাগী নেতারা। কমিটির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন:
আহ্বায়ক: নাসির উদ্দিন খন্দকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক: মো. বেলাল হোসেন (ভিপি বেলাল),
যুগ্ম আহ্বায়ক: মো. আমজাদ হোসেন সুমন,
আতিকুর রহমান মামুন, সদস্য সচিব: নঈম উল্যাহ চৌধুরী বরাত
এই পাঁচ নেতার নেতৃত্বে গঠিত হয়েছে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি, যেখানে জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায় থেকে কর্মঠ ও পরীক্ষিত নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটির সদস্যরা জানিয়েছেন, এই কমিটি শুধু আনুষ্ঠানিক নয়, সংগঠনকে তৃণমূল থেকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নতুন নেতৃত্ব জেলার প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল ও ঐক্যবদ্ধ করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নেতারা।
কমিটি ঘোষণার পর থেকেই ফেনী জেলা জুড়ে যুবদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও আনন্দ লক্ষ্য করা যাচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনেকেই নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন।
কেন্দ্রীয় যুবদল থেকে জানানো হয়েছে, ফেনী জেলা যুবদলের এ নতুন কমিটি আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখবে এবং যুব সমাজকে সংগঠিত করে বিএনপির নেতৃত্বাধীন রাজপথের আন্দোলনকে আরও বেগবান করবে।