close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

এশিয়ান কাপ বাছাই সামনে, দেশে ফিরছেন ঋতুপর্ণারা

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে দেশে ফিরেছেন ভুটানে লিগ খেলা জাতীয় নারী দলের ফুটবলাররা। আজ সকালে থিম্পু থেকে ঢাকায় পৌঁছেছেন ঋতুপর্ণা চাকমা, মারিয়া ম্যানডা ও মনিকা চাকমা।..

 টিকিট জটিলতায় দলের সঙ্গে ফিরতে পারেননি শামসুন্নাহার সিনিয়র। ২১ জুন তিনি ঢাকায় ফেরার কথা রয়েছে।

এশিয়ান কাপ বাছাইকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে জর্ডানে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ নারী দল। সেই সফরের জন্য কোচ পিটার বাটলার ভুটানে খেলা পাঁচ ফুটবলারকে দলে ডেকেছিলেন। তাদের মধ্যে গোলরক্ষক রুপনা চাকমা ক্লাবের ম্যাচ না থাকায় ভুটান যাননি, বরং ঢাকাতেই জাতীয় দলের ক্যাম্পে অংশ নিয়েছেন। বাকি চারজন জর্ডান সফর শেষে ৭ জুন ভুটানে ফিরে গিয়েছিলেন ক্লাবের হয়ে লিগ খেলতে।

ঋতুপর্ণা বলেন, ‘আমাদের চার জনেরই আজ একসঙ্গে ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু শামসুন্নাহার টিকিট না পাওয়ায় পরে ফিরছে।’

বর্তমানে ভুটানে বাংলাদেশের ১০ জন নারী ফুটবলার লিগ খেলছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হলেও, ক্লাব পর্যায়ে তারা কোনো মাসিক আর্থিক সুবিধা পাচ্ছেন না। তবে জাতীয় দলের ক্যাম্পে ডাক পেলে তারা ক্যাম্পের সময়কালীন ভাতা ও ম্যাচ ফি পেয়ে থাকেন। জর্ডান সিরিজে অংশ নেওয়া ফুটবলাররা সে অনুযায়ী সম্মানী পাবেন।

এদিকে, আগামী জুনের শেষ সপ্তাহে মিয়ানমারে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ বাছাইপর্ব। বাংলাদেশ নারী দল ২৪ অথবা ২৫ জুন মিয়ানমারের উদ্দেশ্যে দেশ ছাড়তে পারে। গ্রুপে তাদের প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। কঠিন এই গ্রুপে চ্যাম্পিয়ন হলেই প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে জায়গা পাবে বাংলাদেশ।

Tidak ada komentar yang ditemukan