জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেলে দড়াটানা ভৈরব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন জাতীয় নাগরিক পার্টি জেলা সংগঠক মনিরুজ্জামান আজাদ, নুরুজ্জামান, সাজিদ সরোয়ার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক মারুফ হোসেন সুকর্ন, এনসিপি সংগঠক সালমা আক্তার আশা, খন্দকার রুবাইয়া, ফরহাদ হোসেন, ইবনে সাআদ, আব্দুল্লাহ আল নাদিম, কেশবপুর উপজেলা এনসিপি সংগঠক মেহরাব হোসেন ইপু, সদর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সোহানুর রহমান, যুগ্ন সদস্য সচিব সায়মা সিদ্দীকা, সংগঠক ইমন হোসেন হৃদয়, মণিরামপুর উপজেলা যুগ্ম আহব্বায়ক দেবব্রত দাস।সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে কেন্দ্রীয় ইদগাহ মোড়ে শেষ হয়।
এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে যশোর এনসিপির বিক্ষোভ..


Keine Kommentare gefunden