close

লাইক দিন পয়েন্ট জিতুন!

এনবিআরের নজরদারিতে ৩০ ট্রাভেল এজেন্সি: এয়ার টিকিট সিন্ডিকেটে বড় ধাক্কা!..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
দেশের শীর্ষস্থানীয় ৩০টি ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে এয়ার টিকিট সিন্ডিকেটের অভিযোগ উঠেছে। এনবিআর ইতিমধ্যেই তাদের আয়কর নথি তদন্ত শুরু করেছে। এ সিন্ডিকেটের কারণে প্রবাসীদের বিমান ভাড়া ছিল আকাশচুম্বী, যা সর..

এয়ার টিকিট সিন্ডিকেটে জড়িত ৩০ ট্রাভেল এজেন্সি, এনবিআরের কঠোর তদন্ত শুরু!

দেশের অন্যতম জনপ্রিয় ট্রাভেল এজেন্সি শেয়ার ট্রিপ-সহ শীর্ষস্থানীয় ৩০টি ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে এয়ার টিকিট সিন্ডিকেটে জড়িত থাকার প্রমাণ মিলেছে। ফলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট ইতোমধ্যেই এসব প্রতিষ্ঠানের আয়কর নথি তদন্ত শুরু করেছে।

সরকারি এক বিশেষ কমিটির অনুসন্ধানে উঠে এসেছে যে, সৌদি এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, মালয়েশিয়া এয়ারলাইন্স, আমিরাত এয়ারলাইন্স, ফ্লাই দুবাইসহ ১৬টি বিদেশি এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্ট (GSA) ও ৩০টি ট্রাভেল এজেন্সি কৃত্রিম সংকট তৈরি করে টিকিটের দাম বাড়িয়ে মোটা অঙ্কের মুনাফা করেছে


 এনবিআরের কঠোর অবস্থান

এনবিআরের তদন্ত ইউনিট জানিয়েছে, এসব ট্রাভেল এজেন্সির মালিক, পরিচালক ও তাদের পরিবারের সদস্যদের কর ফাঁকির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে তাদের ব্যাংক হিসাব ও আয়কর ফাইল পরীক্ষা করা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তদন্ত ইউনিটের কমিশনার মোহাম্মদ আবদুর রকিব বলেন—

“প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। কিন্তু কিছু অসাধু চক্র সিন্ডিকেট করে বিমান টিকিটের দাম বাড়াচ্ছে। আমরা এই সিন্ডিকেট ভাঙতে এবং কর ফাঁকির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি।”


 তদন্তের আওতায় থাকা ট্রাভেল এজেন্সিগুলো:

তালিকায় আছে—

 শেয়ার ট্রিপস লিমিটেড
 সানসাইন এক্সপ্রেস ট্রাভেলস
 আল গাজী ট্রাভেল লিমিটেড
 জেএস ট্রাভেল অ্যান্ড ট্যুর
 হাজী এয়ার ট্রাভেলস
 রাজশাহী ট্রাভেলস অ্যান্ড ট্যুর
 ইস্ট-ওয়েস্ট ট্রাভেলস অ্যান্ড ট্যুর
 গোল্ডেন বেঙ্গল ট্রাভেলস অ্যান্ড ট্যুর
 কাজী এয়ার ইন্টারন্যাশনাল
 গালফ ট্রাভেলস
 সাদিয়া ট্রাভেলস
 ফ্লাই ফেয়ার
 গ্যালাক্সি ট্রাভেলস
…এবং আরও ১৮টি প্রতিষ্ঠান।


 কর ফাঁকির নতুন কৌশল

তদন্তে দেখা গেছে, এসব প্রতিষ্ঠান ২০১৭ সালের পর থেকে বিশাল অঙ্কের লেনদেন করলেও সঠিক আয়কর দেয়নি। কর ফাঁকির চিত্র স্পষ্ট করতে এনবিআর তাদের ব্যাংক হিসাব, এফডিআর, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, লকার, সঞ্চয়পত্রসহ সমস্ত আর্থিক নথি তলব করেছে

একই সঙ্গে, বিদেশি এয়ারলাইন্সের কিছু জিএসএ (General Sales Agent)-এর বিরুদ্ধে তদন্ত চলছে। যেমন—

 ইউনাইটেড লিঙ্ক লিমিটেড (সৌদি এয়ারলাইন্সের GSA)
 জেড এভিয়েশন (জাজিরা এয়ারের GSA)
 এমএ লতিফ শাহরিয়ার জাহিদি (সালাম এয়ারের GSA)
 সাদিয়া ট্রাভেলস ও মিনা এয়ার ইন্টারন্যাশনালের মালিক মোহাম্মদ রৌশন আলী

לא נמצאו הערות