close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

এ্যাপোলো ইনস্টিটিউটে ছাদবাগান পরিদর্শন ও গাছের চারা রোপণ করলেন ইউএনও হাসান আব্দুল্লাহ..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
ইউএনও হাসান আব্দুল্লাহ নিজ হাতে রোপণ করেন তাঁরই উপহৃত একটি বিশেষ গাছের চারা, যেটি তিনি আখ্যায়িত করেছেন “মিরাক্কেল গাছ” নামে।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:“২০২৫ সালের এইচ.এস.সি (বি.এম.টি) পরীক্ষার্থীদের জন্য আয়োজিত দোয়া ও মাহফিল অনুষ্ঠানে এ্যাপোলো ইনস্টিটিউটে আয়োজিত বিশেষ অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এ্যাপোলো ইনস্টিটিউট পরিচালনা কমিটির সভাপতি হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।

২০২৫ সালের এইচ.এস.সি (বি.এম.টি) পরীক্ষার্থীদের জন্য আয়োজিত দোয়া ও মাহফিল অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ইউএনও হাসান আব্দুল্লাহ নিজ হাতে গাছের চারা রোপণ করেন। এসময় তিনি পরিদর্শন করেন এ্যাপোলো ইনস্টিটিউটের ছাদে নির্মিত সবুজ ছাদবাগান। তিনি বলেন, “এই ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ শুধু শিক্ষার্থী নয়, পুরো সমাজকে সচেতন করতে সহায়ক।”

ইউএনও হাসান আব্দুল্লাহ নিজ হাতে রোপণ করেন তাঁরই উপহৃত একটি বিশেষ গাছের চারা, যেটি তিনি আখ্যায়িত করেছেন “মিরাক্কেল গাছ” নামে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এ্যাপোলো ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ এ.আর.এম. শামসুর রহমান। তিনি বলেন, “ছাত্রছাত্রীদের মানসিক ও পরিবেশগত সচেতনতা গঠনে আমাদের সবুজ ক্যাম্পাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজকের আয়োজন আমাদের সেই লক্ষ্য পূরণে এক অনন্য দৃষ্টান্ত।”

পরিবেশ রক্ষায় ও শিক্ষার্থীদের সবুজ ভবিষ্যতের অনুপ্রেরণায় এই আয়োজন প্রশংসিত হয় উপস্থিত সবাই কর্তৃক।

Inga kommentarer hittades