ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: এ্যাপোলো ইনস্টিটিউট ডিবেটিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো "তৃতীয় আন্ত: ক্লাস / আন্ত: শাখা বিতর্ক প্রতিযোগিতা-২০২৫"। ইনস্টিটিউটের নিজস্ব মিলনায়তনে আয়োজিত এ প্রতিযোগিতা ছিলো প্রাণবন্ত, যুক্তিপূর্ণ ও শিক্ষণীয়।
এ বছরের বিতর্ক প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে মুখোমুখি হয় লেডি অগাস্টা বায়রন দল ও চার্লস্ ব্যাবেজ দল। অত্যন্ত কৌশলী উপস্থাপনা ও যুক্তির দক্ষতায় লেডি অগাস্টা বায়রন দল বিজয়ী হয়। তবে প্রতিদ্বন্দ্বী দল চার্লস্ ব্যাবেজ-ও সমানভাবে দর্শক ও বিচারকদের মন জয় করে নেয়।
শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন চার্লস্ ব্যাবেজ দলের দলনেতা শিপন খান। তার সুসংগঠিত উপস্থাপনা ও যুক্তিভিত্তিক বক্তব্য প্রতিযোগিতার সকল পর্যায়ে বিশেষভাবে প্রশংসিত হয়।
অনুষ্ঠানে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন জনাবা সেলিনা সুলতানা, সিনিয়র প্রভাষক (বাংলা), এ্যাপোলো ইনস্টিটিউট। প্রতিযোগিতা চলাকালীন সময় তিনি নিরপেক্ষ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাপোলো ইনস্টিটিউট অব কম্পিউটারের অধ্যক্ষ এ.আর.এম শামসুর রহমান। তিনি বিজয়ী ও অংশগ্রহণকারী সকল দলকে অভিনন্দন জানিয়ে বলেন, “এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশ ও চিন্তাশীলতা বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে।”
এ্যাপোলো ইনস্টিটিউট ডিবেটিং ক্লাব নিয়মিতভাবে বিভিন্ন শিক্ষামূলক ও বিতর্কভিত্তিক আয়োজন করে থাকে, যা শিক্ষার্থীদের মধ্যে যুক্তিভিত্তিক চিন্তাধারার বিকাশে অবদান রাখছে।



















