close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

এ্যাড. দেলোয়ার হোসেন খান - এর ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ও উদ্বোধন বাংলাদেশ জন স্বাধীন গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর আশুলিয়া আঞ্চলিক অফিস।..

SHARIF MIA avatar   
SHARIF MIA
এ্যাড. দেলোয়ার হোসেন খান - এর ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ও উদ্বোধন বাংলাদেশ জন স্বাধীন গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর আশুলিয়া আঞ্চলিক অফিস।..

আশুলিয়া থানা  সাভার  উপজেলা  বাংলাদেশ জন স্বাধীন গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে একটি দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা,

প্রধান অতিথি ,
                জনাবা, সৈয়দা আজিজুন নাহার 
            সহসভাপতি ( বিএলএফ কেন্দ্রীয় কমিটি)

উদ্বোধক, সৈয়দ নাসিম 

সভাপতিত্ব করেছেন,  বকুল আহমেদ 

সঞ্চালনায়,  হাসান শেখ রনি

বাংলাদেশ জন স্বাধীন গার্মেন্টস শ্রমিক ফেডারেশন "শ্রমিকদের নিয়ে তাদের বিভিন্ন কর্মকাণ্ড ও দাবি-দাওয়া নিয়ে কাজ করে ,, এবং এছাড়াও, শ্রমিকদের অধিকার আদায়, নতুন নীতিমালা, এবং শ্রমিকদের প্রতি অবিচারের প্রতিবাদে বিভিন্ন প্রতিবেদন ও মানববন্ধন করে শ্রমিক এর পাওনা টাকা পয়সা আদায় করে। বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী

ঠিকানা........

আশুলিয়া বাইপেল নামা বাজার তিন রাস্তার মোড়ে এর পাশে বাংলাদেশ জন স্বাধীন গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক অফিস উদ্বোধন করা হয় 

Tidak ada komentar yang ditemukan


News Card Generator