close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মানতে হবে যেসব স্বাস্থ্যবিধি

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
করোনা ও ডেঙ্গুর সংক্রমণ বাড়ায় এইচএসসি পরীক্ষায় কেন্দ্রগুলোয় কড়া স্বাস্থ্যবিধি জারি। পরীক্ষার্থীদের মাস্ক বাধ্যতামূলক, থাকবে মেডিকেল টিম, মশা নিয়ন্ত্রণেও ব্যবস্থা।..

সারা দেশের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী ও সংশ্লিষ্টদের জন্য এসেছে এক কঠোর বার্তা। বৃহস্পতিবার (আজ) সকাল ১০টা থেকে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত এইচএসসি ও সমমান পরীক্ষা, চলবে দুপুর ১টা পর্যন্ত। তবে এবার পরীক্ষার চাপের সঙ্গে যোগ হয়েছে করোনা ও ডেঙ্গু সংক্রমণের বাস্তব সংকট। তাই শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার পরীক্ষাকেন্দ্রগুলোতে একগুচ্ছ কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর, শিক্ষা বোর্ড এবং স্থানীয় প্রশাসন যৌথভাবে এসব বিধিনিষেধ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখছে। লিখিত পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত, এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, যা চলবে ২১ আগস্ট পর্যন্ত।

সর্বাগ্রে বলা হয়েছে, পরীক্ষার্থী ও পরীক্ষার সঙ্গে জড়িত সকলের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক। কেন্দ্রের প্রবেশপথে রাখতে হবে হ্যান্ড স্যানিটাইজার, যাতে সবাই প্রবেশের আগে হাত জীবাণুমুক্ত করতে পারে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিষ্কার-পরিচ্ছন্নতা:
বর্তমানে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। তাই পরীক্ষাকেন্দ্রের ভেতরে ও চারপাশে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বলা হয়েছে। প্রতিটি কেন্দ্রের ভেতরে মশক নিধন স্প্রে করার কথা বলা হয়েছে পরীক্ষার আগেই। প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সহায়তা নিতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

পরীক্ষাকক্ষের আসনবিন্যাস অবশ্যই শিক্ষা বোর্ড নির্ধারিত দূরত্ব বজায় রেখে করতে হবে। পরীক্ষার সময় যদি কোনো শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তাৎক্ষণিক সহায়তার জন্য মেডিকেল টিম প্রস্তুত রাখতে বলা হয়েছে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে। এজন্য প্রতিটি কেন্দ্রকে সিভিল সার্জন বা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে।

পরীক্ষাকেন্দ্রের বাইরে অভিভাবকদের ভিড় রোধে স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমকে আহ্বান জানানো হয়েছে সচেতনতামূলক প্রচারণার জন্য। পরীক্ষার্থীরা যাতে নিরাপদে পরীক্ষা দিতে পারে, তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

পরীক্ষা যেন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়, সে জন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। স্বাস্থ্য ঝুঁকির এই সময়ে অতি সাধারণ অবহেলাও হতে পারে মারাত্মক বিপজ্জনক।

এইচএসসি পরীক্ষার্থীদের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। একদিকে পরীক্ষা, অন্যদিকে স্বাস্থ্যঝুঁকি—এই দুই চ্যালেঞ্জের মোকাবেলায় সরকার ও প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নই হতে পারে শিক্ষার্থীদের সুরক্ষার প্রধান উপায়। এখন দেখার বিষয়, এসব নির্দেশনা মাঠ পর্যায়ে কতটা বাস্তবায়িত হয় এবং অভিভাবক-শিক্ষার্থীরা কেমন সহযোগিতা করেন।

Keine Kommentare gefunden