close

লাইক দিন পয়েন্ট জিতুন!

এইচএসসি , কুমিল্লা বোর্ডের স্থগিত পরীক্ষা ১২ অগাস্ট

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
Due to floods, the postponed HSC exams under Comilla Board will now be held on August 12. The rescheduled subjects include Physics, Accounting, and Logic (1st Paper).

বন্যার কারণে স্থগিত হওয়া কুমিল্লা বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যার পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ অগাস্ট।

বন্যার কারণে স্থগিত হওয়া কুমিল্লা শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার তিনটি বিষয়ের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১২ অগাস্ট সকাল ১০টায় এসব বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে বোর্ডের পক্ষ থেকে।

স্থগিত হওয়া তিনটি বিষয় হলো—
পদার্থবিজ্ঞান প্রথম পত্র
হিসাববিজ্ঞান প্রথম পত্র
যুক্তিবিদ্যা প্রথম পত্র

এই তিনটি বিষয়ের পরীক্ষা মূলত ১০ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ওই সময় কুমিল্লা অঞ্চলসহ আশপাশের বিভিন্ন জেলার বেশ কিছু এলাকায় ভয়াবহ বন্যা দেখা দেওয়ায় কুমিল্লা বোর্ড কর্তৃপক্ষ একদিন আগে অর্থাৎ ৯ জুলাই ঘোষণা দেয় যে, এসব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এই স্থগিত পরীক্ষাগুলোর বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎকণ্ঠা দেখা দেয়। তারা জানতে চায় কখন নতুন তারিখ ঘোষণা করা হবে। দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান শামছুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন তারিখ ঘোষণা করা হয়।

চিঠিতে বলা হয়, ‘‘বন্যার কারণে গত ১০ জুলাই কুমিল্লা বোর্ডের অধীনে অনুষ্ঠেয় পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র এবং যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষা স্থগিত করা হয়েছিল। স্থগিত পরীক্ষা তিনটি আগামী ১২ আগস্ট ২০২৫, সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।’’

শিক্ষা বোর্ডের একাধিক সূত্র জানিয়েছে, নতুন পরীক্ষার তারিখ চূড়ান্ত করতে বোর্ডের সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। যেসব এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারবে বলে বোর্ড আশাবাদী, সে অনুযায়ীই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য যথাযথ সময় দেওয়ার জন্য বোর্ড সচেষ্ট ছিল বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে, কুমিল্লা বোর্ডের আওতাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ইতিমধ্যেই শিক্ষার্থীদের নতুন সময়সূচি জানাতে শুরু করেছে। পরীক্ষার্থীদের যথাসময়ে হলে পৌঁছাতে ও প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।

এই সিদ্ধান্তে কিছুটা স্বস্তি ফিরে এসেছে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে। অনেকেই মনে করছেন, সময়মতো তারিখ জানানো ও যথাযথ প্রস্তুতির সুযোগ দেওয়ায় পরীক্ষার্থীরা ভালোভাবে পরীক্ষা দিতে পারবে।

Nessun commento trovato