close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

এইচএসসি ফল প্রকাশ: ১৮ অক্টোবরের আগেই আসছে প্রতীক্ষার অবসান..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
The evaluation of the 2025 HSC and equivalent exams is complete, and the results are expected to be published before October 18. Over 1.2 million students across Bangladesh are eagerly waiting for the..

২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের অপেক্ষার প্রহর প্রায় শেষ। দেশের সব শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এখন চলছে ফল প্রস্তুতের কারিগরি ধাপ এবং চূড়ান্ত প্রকাশের প্রস্তুতি। আগামী ১৮ অক্টোবরের আগেই ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

মঙ্গলবার, ৭ অক্টোবর সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। তিনি বলেন, “দেশের সব শিক্ষা বোর্ডে খাতা মূল্যায়ন সম্পন্ন হয়েছে। বর্তমানে ফল প্রস্তুতের কাজ চলছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশের জন্য সব প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, পাবলিক পরীক্ষা আইনের নির্দেশনা অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করতে হয়। সেই অনুযায়ী আগামী ১৮ অক্টোবরের মধ্যেই ফলাফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। “১৮ অক্টোবর ৬০ দিন পূর্ণ হবে, তবে আমরা এর আগেই ফলাফল প্রকাশ করব। ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। চূড়ান্ত তারিখ নির্ধারিত হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে,” যোগ করেন তিনি।

চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় ১৯ আগস্ট। এরপর ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা। এবার মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়, যার মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।

দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ঢাকা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা সর্বাধিক — ২ লাখ ৯১ হাজার ২৪১ জন। এরপর রাজশাহী বোর্ডে ১ লাখ ৩৩ হাজার ২৪২, কুমিল্লায় ১ লাখ ১ হাজার ৭৫০, যশোরে ১ লাখ ১৬ হাজার ৩১৭, চট্টগ্রামে ১ লাখ ৩৫ জন, বরিশালে ৬১ হাজার ২৫, সিলেটে ৬৯ হাজার ৬৮৩, দিনাজপুরে ১ লাখ ৩ হাজার ৮৩২ এবং ময়মনসিংহ বোর্ডে ৭৮ হাজার ২৭৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।

এছাড়াও, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী রয়েছেন ৮৬ হাজার ১০২ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে অংশ নিয়েছেন ১ লাখ ৯ হাজার ৬১১ জন শিক্ষার্থী।

শিক্ষাবোর্ড সূত্র জানিয়েছে, বর্তমানে ফলাফল প্রস্তুতের কাজ প্রায় শেষ পর্যায়ে। তথ্য যাচাই, কারিগরি সমন্বয়সহ প্রয়োজনীয় ধাপ সম্পন্ন করা হচ্ছে যাতে নির্ধারিত সময়ের আগেই ফলাফল প্রকাশ করা যায়। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলে নির্দিষ্ট তারিখ জানিয়ে দ্রুত ফলাফল প্রকাশ করা হবে।

প্রায় দেড় মাস অপেক্ষার পর এবার দেশের লক্ষাধিক শিক্ষার্থীর প্রতীক্ষার অবসান ঘটবে। তাদের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়টি উন্মোচন হবে এইচএসসি ফলাফল প্রকাশের মাধ্যমে। এ ফলাফল নির্ধারণ করবে ভবিষ্যতের উচ্চশিক্ষা ও পেশাজীবনের পথচলার দিকনির্দেশনা।

Inga kommentarer hittades


News Card Generator