এডভোকেট ইমরান আহমেদ চৌধুরীর অর্থায়নে চক্ষু সেবা প্রদান করা হয়েছে..

এম এ মালেক avatar   
এম এ মালেক
****

এডভোকেট ইমরান আহমেদ চৌধুরীর অর্থায়নে ফ্রি চক্ষু সেবা প্রদান করা হয় 

 

আজ সিলেট জেলা গোলাপগঞ্জ উপজেলা ভাদেশ্বর ইউনিয়নে কুশিয়ারা মেডিকেল ক্লিনিকে  সিলেট-৬ (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর উদ্যোগে গোলাপঞ্জের ভাদেশ্বর এলাকার প্রায় ৫শ মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষুচিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
 সকাল থেকে বিকাল পর্যন্ত ভাদেশ্বর মোকামবাজারস্থ ভাদেশ্বর কুশিয়ারা মেডিকেল ক্লিনিকে এই সেবা প্রদান করা হয়।

এ উপলক্ষে দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট-৬ আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

তিনি বলেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার সর্বসাধারণের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমার অঙ্গীকার। বিএনপি ক্ষমতায় এলে মানুষের মৌলিক অধিকারগুলো আগে প্রতিষ্ঠা করবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাই সহযোগিতা করুন। বিএনপি ক্ষমতায় এলেই বদলে যাবে আপনাদের দিন।

*উক্ত অনুষ্ঠানে যে সকল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেনঃ*

১৷  গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক *মনিরুজ্জামান উজ্জ্বল*

২৷  ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান *শামীম আহমদ*

৩৷ উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক *এস এ রিপন*

৪৷ ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি *তারেক জলিল মাস্টার*

৫৷ সাংগঠনিক সম্পাদক *শেখ মিলাদ হোসেন*

৬৷ যুবদল নেতা *কামাল আহমদ*

৭৷ ভাদেশ্বর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি *আলমগীর হোসেন*

৮৷ ভাদেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি *শিপন আহমদ*

৯৷ ছাত্রদল নেতা *শিমুল আহমদ প্রমুখ*

Aucun commentaire trouvé


News Card Generator