close

লাইক দিন পয়েন্ট জিতুন!

এবার নতুন প্রজন্মকে পথ চলা শুরু করতে হবে: জবি ট্রেজারার

Nahid Islam Somrat avatar   
Nahid Islam Somrat
জবি নিউজ

এবার নতুন প্রজন্মকে পথ চলা শুরু করতে হবে: জবি ট্রেজারার


নাহিদ ইসলাম সম্রাট, জবি সংবাদদাতা 

বাংলাদেশ ফিলসফিক্যাল সোসাইটি (বিপিএস)-এর আয়োজনে ‘নৈতিকতা, রাজনীতি ও দায়বদ্ধতা’ বিষয়ক জাতীয় সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) ও ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, একাত্তরে স্বাধীনতা-পরবর্তী সময়ে আমরা একটি ন্যায়ভিত্তিক সমাজের স্বপ্ন দেখেছিলাম, কিন্তু বাস্তবে তার চরম বিচ্যুতি ঘটেছে। এজন্যই আজ কয়েক দশক পরপর আমরা নতুন করে স্বাধীনতার আকাঙ্ক্ষা করি। ৫ আগস্ট আমাদের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ মোড় এনেছে—এবার নতুন প্রজন্মকে পথ চলা শুরু করতে হবে, কিন্তু কোথায় থামতে হবে তাও জানতে হবে। দার্শনিক চিন্তা-ভাবনা থেকেই আমাদের মধ্যে সঠিক চেতনা ও বোধের উন্মেষ ঘটবে।"

বুধবার (১৮ জুন) জবিতে অনুষ্ঠেয় এ সেমিনারের উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হারুন রশীদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হারুন রশীদ বলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো আনুষ্ঠানিকভাবে গণতান্ত্রিক হলেও, বাস্তবে এটি ধীরে ধীরে এককেন্দ্রিক রাজনৈতিক ব্যবস্থার দিকে ধাবিত হয়েছে। বিরোধী মত দমন, ক্ষমতার কেন্দ্রীভবন এবং রাষ্ট্রযন্ত্রের পক্ষপাতিত্ব গণতন্ত্রকে বাধাগ্রস্ত করছে। ফলে, রাষ্ট্রের দার্শনিক ভিত্তি আজ দুর্বল হয়ে পড়েছে।"

সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান এবং বিপিএস-এর সভাপতি অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন।সেমিনারে চারটি অধিবেশনে ১৪টি প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা করেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ ও গবেষকরা।

Nenhum comentário encontrado