সোমবার (১৬ জুন) স্থানীয় গণমাধ্যমের ফুটেজে হামলার মুহূর্তটি স্পষ্টভাবে দেখা গেছে।
এর আগে, তেহরানের ওই এলাকায় অবস্থানকারীদের জন্য সর্তকীকরণ এবং দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশনা জারি করেছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
বিজ্ঞাপন
টেলিভিশন সেন্টারকে টার্গেট করে হামলার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ইরানের প্রোপাগান্ডা আর উসকানির মুখপাত্র ধ্বংসের পথে।
ইরান-ইসরায়েল চলমান সংঘাতের মধ্যে এই হামলা নতুন মাত্রা যোগ করল বলে মনে করছেন বিশ্লেষকরা।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			