দুর্নীতির অভিযোগে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানকে কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ..

Md Jakir Hossain avatar   
Md Jakir Hossain
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে পরিষদের সকল দায়িত্ব ও কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।..

সোমবার (৭ জুলাই) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত একটি আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

চেয়ারম্যান জিরুনার বিরুদ্ধে পরিষদের সদস্যদের অবমূল্যায়ন, অসদাচরণ, বিভাগের কর্মকর্তাদের প্রতি স্বেচ্ছাচারিতা, আত্মীয়প্রীতি, ঘুষ লেনদেন ও বদলি বাণিজ্যসহ একাধিক অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তিনি শিক্ষক বদলির নামে আর্থিক লেনদেন ও ঠিকাদারদের বিল আটকে রেখে ঘুষ গ্রহণের মতো কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এসব বিষয় তদন্তাধীন থাকায় আপাতত তাকে পরিষদের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

খাগড়াছড়ি জেলা পরিষদের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মাহফুজ বিষয়টি নিশ্চিত করে বলেন, "আমরা মন্ত্রণালয় থেকে একটি চিঠি পেয়েছি। এতে চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে পরিষদের যাবতীয় দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।"

উল্লেখ্য, গত বছরের ৭ নভেম্বর জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের অন্তর্বর্তী পরিষদ গঠন করেছিল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি।

コメントがありません