close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

দূর্নীতি চাঁদাবাজদের কে বয়কট করতে হবে- সৈয়দ মো: ফয়সল

Nahid Hasan avatar   
Nahid Hasan
****

 

মাধবপুর( হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মাধ্যমিক ও  দাখিল মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে "এসএম ফয়সল  শিক্ষাবৃত্তি" প্রদান করা হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার সায়হাম কটন মিলের মাল্টিপারপাস  হলরুমে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। মাধবপুর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সায়হাম গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোঃফয়সল।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সৈয়দ মোঃ ঈশতিয়াক আহমেদ, ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, ইউপি চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তাফা সোহেল।
 শিক্ষার্থীদের উদ্দেশে এসএম ফয়সল মেধাবৃত্তির স্বপ্নদ্রষ্টা সৈয়দ মোঃ,ফয়সল বলেন,আধুনিক বিশ্বায়নের যুগে এখন মেধা ও কর্মের প্রতিযোগীতা হচ্ছে।বিশ্ব দরবারে বাংলাদেশকে মাথা উঁচু করে টিকে থাকতে হলে মানসম্পন্ন লেখাপড়া করতে হবে।কোন মেধাবি ও দরিদ্র ছেলে-মেয়ের যাতে অর্থের অভাবে পড়াশোনা বন্ধ না হয় সেজন্য আমাদের সহায়তা অব্যাহত থাকবে।আমরা চাই বর্তমান প্রজন্মের হাত ধরে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে।অসৎসঙ্গ ও মাদক থেকে দুরে থাকতে হবে।মাদক জীবন ধ্বংস করে দেয়।মাদক জাতির শত্রু।সবকটি শিক্ষা প্রতিষ্ঠানে তিনি খেলাধুলার সামগ্রী প্রদানের ঘোষণা দেন।তিনি আরো বলেন,জনগণের সম্পদ লুন্ঠন করা যাবেনা।দূর্নীতি চাঁদাবাজিকে বয়কট করতে হবে।  উল্লেখ্য আজ ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৯ লক্ষ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।এবছর উপজেলার ৩২ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে সর্বমোট ৩২ লক্ষ টাকা প্রদান করা হবে। গত কয়েক বছর ধরে মাধবপুর উপজেলার মাধ্যমিক ও দাখিল মাদ্রাসার মেধাবী  গরীব শিক্ষার্থীদের লেখাপড়ার সুযোগ সৃষ্টির লক্ষে  মেধা ও  শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে।

没有找到评论


News Card Generator