বুধবার দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর বাস্তবায়নে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গবেষণা ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক (যুগ্ম-সচিব) নাহিদ সুলতানা মল্লিক৷ বিশেষ অতিথি ছিলেন, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম।
এছাড়া অন্যদের মাঝে, কুল্লাগড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল, বাকলজোড়া ইউপি চেয়ারম্যান ইউসুফ তালুকদার সাগর, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ্, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি, শিক্ষার্থী,সুশীল সমাজের প্রতিনিধি ও সমাজকর্মীগণ উপস্থিত ছিলেন।
এ কর্মশালায় প্রধান অতিথি বন্যার পূর্ব প্রস্তুতি, বন্যায় করণীয় ও বন্যা পরবর্তী মানুষের পূনর্বাসন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, গবাদীপশুপাখির খাদ্য সংকট নিরোসন, বিদ্যুৎ ব্যবস্হা সচল, জরুরী স্যানিটেশন সহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন।