শুক্রবার বিরিশিরি কালচারাল একাডেমি হলরুমে দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট হাজং লেখক ও গবেষক মতিলাল হাজং।
পরে আলোচনা সভায় বাংলাদেশ জাতীয় হাজং ছাত্র সংগঠনের সভাপতি জিতেন্দ্র হাজংয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশীষ হাজং ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রিজম হাজংয়ের সঞ্চালনায় স্বাগত বক্তব্যে রাখেন সম্মেলন প্রস্ততি কমিটির আহবায়ক অন্তর হাজং৷ প্রধান অতিথির বক্তব্যে রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন বাংলাদেশ জাতীয় হাজং ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক শরদিন্দু সরকার স্বপন হাজং। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং,সাধারণ সম্পাদক নয়ন হাজং,
বাংলাদেশ হাজং যুব সংগঠনের সভাপতি বিপুল হাজং, নারী নেত্রী সন্ধ্যা রানী হাজং, শেফালী হাজং, হাজং নেতা পিযুষ কান্তি হাজং, রিপন চন্দ্র বানাই প্রমুখ।
আলোচনা শেষে বিকেলে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত হাজং শিল্পীরা তাঁদের কৃষ্টি কালচার তুলে ধরে নৃত্য ও গান পরিবেশন করে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রাতে কাউন্সিল অধিবেশনে বাংলাদেশ জাতীয় হাজং ছাত্র সংগঠনের বর্তমান কমিটি বিলুপ্ত করে সর্বসম্মতিক্রমে অন্তর হাজংকে সভাপতি ও শ্রীবন হাজং অক্ষয় কে সাধারণ নির্বাচিত করা হয়। কমিটির অন্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি পদে প্রিজম হাজং, পূঁজা হাজং ঋতু, বাঁধন হাজং, সহ-সাধারণ সম্পাদক পদে দিপা রানী হাজং নীলা, মামুন হাজং, সাংগঠনিক সম্পাদক পদে যুগান্তর হাজং শতাব্দী, কিশোর হাজং, দীপ হাজং,দপ্তর সম্পাদক পদে নিউটন হাজং,সহ-দপ্তর সম্পাদক পদে প্রান্ত হাজং, বিজয় কৃষ্ণ হাজং, সাংস্কৃতিক সম্পাদক পদে স্বপ্নীল হাজং পৃথী সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে পৌষী হাজং পূজা৷
নব নির্বাচিত নেতৃবৃন্দ হাজং জনগোষ্ঠীর শিক্ষার্থীদের অধিকার ঐক্য এবং সাংস্কৃতিক চেতনা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে বলে জানান।