close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

দুর্গাপুরে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

Rajesh Gour avatar   
Rajesh Gour
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পার্টনার প্রকল্পের আওতায় কৃষকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ ও পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।..
 
 
 বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
 
উপজেলা কৃষি অফিসার নীপা বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি‘র  বক্তব্য রাখেন,
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর  খামারবাড়ির প্রশিক্ষণ অফিসার চন্দন কুমার মুখপাত্র। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহ অঞ্চলের পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মো. সালাউদ্দিন কায়সার। অন্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা বিজন কান্তি ধর, কুল্লাগড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল, 
প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি অফিসার রায়হানুল হক।
 
উপস্থিত বক্তারা বলেন, কৃষকদের উন্নত প্রযুক্তি ও পরিবেশ বান্ধব নিরাপদ ফসল উৎপাদন বিষয়ে গুরুত্বারোপ ও জ্ঞানভিত্তিক চাষাবাদে উদ্বুদ্ধ করতে ইতোমধ্যে পার্টনার প্রকল্পের আয়োজন করা হয়েছে। এরই অংশ হিসেবে কৃষকদের মাঝে উত্তম কৃষি চর্চা, ফল ও সবজি উৎপাদনে মান নির্ধারণ ও বাস্তবায়ন, উচ্চ ফলনশীল ধানের জাত নির্ধারণ এবং কৃষি উদ্যোক্তা তৈরির বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আলোচনা শেষে কৃষিবিষয়ক কুইজ, প্রান্তিক কৃষকগণ কীটনাশক ছিটানো নিয়ে নাটিকা এবং উচ্চ ফসল ফলানো নিয়ে গান পরিবেশন করেন।
 
 
कोई टिप्पणी नहीं मिली