close

লাইক দিন পয়েন্ট জিতুন!

দুর্গাপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

Rajesh Gour avatar   
Rajesh Gour
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে নেত্রকোনার দুর্গাপুরে ছাত্র জমিয়ত বাংলাদেশ এর উদ্যোগে এক দোয়া ও মিলাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে..

 

। শনিবার (২৯ নভেম্বর) বাদ আছর উপজেলার ঝাঞ্জাইল এলাকার দারুল কুরআন মহিলা মাদরাসা মিলনায়তনে, মোনাজাত পরিচালনা করেন ছাত্র জমিয়তের অন্যতম সদস্য হাফেজ মুস্তাকিম বিল্লাল।

দোয়া পুর্ব আলোচনায় প্রধান অতিথি হিসেবে জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাহমুদ হাসান বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারিরীক অবস্থা সংকটাপন্ন। দেশের স্থিতিশীলতা, গণতান্ত্রিক ধারাবাহিকতা ও রাজনৈতিক সহাবস্থানের স্বার্থে তাঁর সুস্থতা অত্যন্ত জরুরি। মহান আল্লাহ বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ সুস্থতা দান করুন এবং তাঁকে দেশ-জাতির কল্যাণে কাজ করার তাওফীক দান করুন।

এছাড়া অন্যদের মাঝে বক্তব্য রাখেন, ছাত্র জমিয়ত বাংলাদেশ দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি এইচ এম দিলুয়ার সরকার, সিনিয়র সহ সভাপতি ইব্রাহিম খলিল আজিজি, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন হাবিবি সহ ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীগণ।

No comments found


News Card Generator