এ উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর দুর্গাপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে জনসভা ও গণমিছিলের আয়োজন করা হয়েছে। কর্মসূচির প্রস্তুতি হিসেবে শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার দাখিনাইল বাজারে একটি হাট সভা অনুষ্ঠিত হয়।
হাট সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য, বিশিষ্ট চিকিৎসক ও জননেতা কমরেড ডা. দিবালোক সিংহ। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন সিপিবি নেত্রকোণা জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর।
এছাড়া বক্তব্য রাখেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি আজিম উদ্দিন এবং সঞ্চালনা করেন সিপিবি উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার।
বক্তারা বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে মহান মুক্তিযুদ্ধের চেতনায় একটি শোষণ-বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।



















