close

লাইক দিন পয়েন্ট জিতুন!

দুর্গাপুরে বিদ্যুতায়িত হয়ে এক শিশুর মৃত্যু 

Rajesh Gour avatar   
Rajesh Gour
নেত্রকোনার দুর্গাপুরে বিদ্যুতায়িত হয়ে মো. নাঈম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।..

সোমবার (১৬ জুন) বিকেলে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেরচর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু নাঈম ইন্দ্রপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি হার্ডওয়্যার ও ওয়ার্কশপ দোকানের মালিক মো. সিদ্দিকুর রহমানের ছোট ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল সাত্তার শাহীন জানান, বিকেলে সিদ্দিকুর রহমান তার মেঝো ছেলেকে ঝাঞ্জাইল মাদরাসায় ভর্তি করাতে যান। যাওয়ার সময় ছোট ছেলে নাঈমকে দোকানে বসিয়ে রেখে যান। ওই সময় দোকানে থাকা বৈদ্যুতিক যন্ত্রের সংস্পর্শে এসে শিশুটি বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

দোকানের আশপাশে থাকা লোকজন বিষয়টি দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইউপি সদস্য আরও জানান, শিশুটিকে সন্ধ্যার পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, ঘটনাটি শুনেছি। হাসপাতাল থেকে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে গেছে।

Nenhum comentário encontrado


News Card Generator