দুর্দান্ত মেসি, জয়ের দেখা পেলো ইন্টার মায়ামি

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
ক্লাব বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) দুর্দান্ত এক প্রত্যাবর্তন ঘটিয়েছে ইন্টার মায়ামি..

লিওনেল মেসির জোড়া গোল ও এক অ্যাসিস্টের সুবাদে রোববার মন্ট্রিয়ালকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ডেভিড বেকহ্যামের মালিকানাধীন দলটি।

সাম্প্রতিক সময়ে ক্লাব বিশ্বকাপে পিএসজির বিপক্ষে ৪-০ গোলের লজ্জার পর্ব পার করে এসেছিল মায়ামি। সাবেক ক্লাবের বিপক্ষে ব্যর্থ হওয়ায় ব্যক্তিগতভাবেও বেশ হতাশ ছিলেন আর্জেন্টাইন মহাতারকা। তবে সেই হতাশা যেন ঝেড়ে ফেলে নতুন করে আলো ছড়ালেন এলএম টেন।

সাপুতো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুটা অবশ্য ভালো হয়নি মায়ামির জন্য। ১৩তম মিনিটেই গোল হজম করে বসে তারা। মজার ব্যাপার, গোলটির সূত্রপাত মেসির এক ব্যাকপাস ভুল থেকে। তার পাস কৌশলে কেটে নিয়ে একক প্রচেষ্টায় দলকে এগিয়ে দেন মন্ট্রিয়ালের ঘানার ফরোয়ার্ড প্রিন্স ওইউসু।

তবে মেসি কি আর চুপচাপ থাকেন! নিজের ভুল থেকেই যেন বাড়তি অনুপ্রেরণা খুঁজে নেন তিনি। গোল হজমের ঠিক ২০ মিনিট পর, অর্থাৎ ম্যাচের ৩৩তম মিনিটে দারুণ এক অ্যাসিস্ট করেন আর্জেন্টাইন জাদুকর। তার পাস থেকে বক্সের বাইরে থেকে লক্ষ্যভেদ করেন তাদেও আলেন্দে।

সাত মিনিট পরেই গোলের খাতা খুলে ফেলেন মেসি নিজেই। লুইস সুয়ারেজের পাস থেকে বাঁ পায়ের মোহনীয় শটে দলকে এগিয়ে দেন তিনি। দ্বিতীয়ার্ধে গোল উৎসব অব্যাহত রাখে মায়ামি।

৬০তম মিনিটে আলেন্দের পাস থেকে দূরপাল্লার শটে ব্যবধান বাড়ান তেলাস্কো সেগোভিয়া। ঠিক এক মিনিট পর আবারও মেসির ম্যাজিক! একক প্রচেষ্টায় ডি-বক্সে ঢুকে পাঁচজন ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত শটে জাল খুঁজে নেন তিনি।

পুরো ম্যাচজুড়েই বল দখলে আধিপত্য ছিল মায়ামির (৫৮ শতাংশ)। শট নিয়েছিল ১৫টি, যার মধ্যে ১০টি ছিল লক্ষ্যে। বিপরীতে মন্ট্রিয়ালের শট ছিল ১৩টি, যার ৮টি ছিল অন টার্গেট।

এই জয়ের ফলে ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে পূর্বাঞ্চলীয় কনফারেন্সের পয়েন্ট তালিকায় ছয়ে উঠে এসেছে ইন্টার মায়ামি। অন্যদিকে, ২১ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষে রয়েছে সিনসিনাটি।

No comments found