বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা, মারপিট ও গুলিবর্ষণের শহীদ মনিরুল ইসলাম মনির হত্যার অভিযোগে দুপচাঁচিয়া থানা পুলিশ বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর রাতে উপজেলার চামরুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কে এম গোলাম কিবরিয়া মুক্তা (৩৪) কে গ্রেফতার করেছে। সে দেবখন্ড মোস্তফাপুর বাজার এলাকার কে এম মোশারফ হোসেনের ছেলে। পুলিশ জানান, গ্রেফতারকৃত আসামী মুক্তাকে শুক্রবার ১৯ ডিসেম্বর বগুড়া কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।



















