খুলনার ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মোঃ জহুরুল ইসলাম যোগদান করে দায়ীত্ব ভার বুঝে নিয়েছেন। মঙ্গলবার বিকেলে তিনি বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন এর কাছ থেকে দায়ীত্ব বুঝে নেন।
এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম কামরুজ্জামান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান। যোগদান শেষে নবাগত ইউএনও সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে সাধারণ মানুষ যাতে কাঙ্খিত সেবা পায় এ লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন।
প্রসঙ্গত: নবাগত ইউএনও মোঃ জহুরুল ইসলাম ২০১৭ সালের ৩৫ তম বিসিএস প্রশাসন ব্যাচের সরকারি কর্মকর্তা হিসেবে চাকুরীতে যোগদান করেন।ডুমুরিয়া উপজেলায় যোগদানের পূর্বে তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ১ বছর ২ মাস সাফল্যের সাথে দায়ীত্ব পালন করেন। এর আগে তিনি নড়াইল জেলার লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবেও দায়ীত্ব পালন করেছিলেন। গত ৩ নভেম্বর খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের এক আদেশে তাকে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলি/ পদায়ন করা হয়। মঙ্গলবার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন তিনি। ইউএনও মোঃ জহুরুল ইসলাম যশোর জেলার সদর উপজেলার কৃতি সন্তান উল্লেখ্য, বিদায়ী ইউএনও মুহাম্মদ আল আমিন কে গত ৯ অক্টোবর যশোর ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার হিসেব বদলি জনিত কারণে পদটি শুন্যে হওয়ায় নবাগত ইউএনও মোঃ জহুরুল ইসলাম তার স্হলাভিষিক্ত হলেন।



















