close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ডুমুরিয়ায় নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন'র বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।..

LATIF MORAL avatar   
LATIF MORAL
****

 

খুলনার ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন'র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা ভূমি অফিসে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস'র সভাপতিত্ব করে। সভায়  বক্তব্যদেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবেক মোঃ আসাদুজ্জামান, কানুনগো মোঃ জাকির হোসেন, প্রধান নির্বাহী মোঃ নাসিমুল গাজী, সার্ভেয়র মোঃ মিজানুর রহমান ও সাকিরুল ইসলাম, নাজির কিরন বালা, এস,এম শামিমুর রহমান, নাজমুল হাসান, সজিব কুমার সরকার, সুদর্শন পাল প্রমূখ। এ সময় উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্হিত ছিলেন।বিদায় সংবর্ধনায় বক্তারা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন'র প্রশাসনিক দক্ষতা, সততা, মানবিকতা ও উন্নয়নমুখী ভূমিকার প্রশংসা করেন। উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা, সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং দুর্যোগ মোকাবেলায় তাঁর সফল নেতৃত্ব বিশেষভাবে তুলে ধরা হয়।সংবর্ধনার জবাবে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন ডুমুরিয়াবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এ উপজেলা আমার কাছে সব সময় বিশেষ স্মরণীয় হয়ে থাকবে। এখানকার মানুষের ভালোবাসা ও সহযোগিতা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে।

অনুষ্ঠান শেষে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়।

Geen reacties gevonden


News Card Generator