দুই সপ্তাহ ধরে হাসপাতালে অভিনেতা হাসান মাসুদ

Satyajit Das avatar   
Satyajit Das
জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ স্ট্রোক ও সামান্য হার্ট অ্যাটাকের পর দুই সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি আছেন। বর্তমানে তিনি সিএমএইচে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন। শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা..

সত্যজিৎ দাস:

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ গুরুতর অসুস্থ হয়ে গত ২৭ অক্টোবর রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে স্থানান্তর করা হয় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)। দুই সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও তিনি এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। বর্তমানে তিনি হাসপাতালের নিউরোলজি,কার্ডিওলজি ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।

 

পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ তার শারীরিক অবস্থা নিয়ে কিছুটা গোপনীয়তা বজায় রাখলেও, অভিনয় শিল্পী সংঘ জানিয়েছে- হাসান মাসুদ এখনও চিকিৎসাধীন আছেন এবং সম্পূর্ণ সুস্থ হতে আরও সময় লাগবে।

 

অভিনেতার স্ত্রী সানজিদা শিমুল জানান,“অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো হলেও এখনই বাসায় ফেরার মতো অবস্থায় নেই। রক্ত ও স্নায়ু সংক্রান্ত জটিলতার চিকিৎসা চলছে। চিকিৎসকেরা আরও কয়েক দিন নিবিড় পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিয়েছেন।”

 

গত ২৮ অক্টোবর রাতে প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসকেরা জানান,তিনি ইস্কেমিক স্ট্রোক করেছিলেন এবং সামান্য হার্ট অ্যাটাকেও আক্রান্ত হয়েছিলেন।

 

টেলিভিশন নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় মুখ হাসান মাসুদ দীর্ঘ ক্যারিয়ারে একের পর এক হিট নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। সম্প্রতি তিনি ‘তেল ছাড়া পরোটা’ ধারাবাহিক নাটকের মাধ্যমে আবার অভিনয়ে ফিরেছিলেন। তবে অসুস্থতার কারণে সেই নাটকের শুটিং আপাতত স্থগিত রয়েছে।

 

অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছেন তার ভক্ত ও সহকর্মীরা। সবাই প্রার্থনা করছেন- প্রিয় এই শিল্পী শিগগিরই সুস্থ হয়ে আবার ক্যামেরার সামনে ফিরবেন।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator