close

লাইক দিন পয়েন্ট জিতুন!

দুই এতিম শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান: মানবিক উদ্যোগে প্রশংসার জোয়ার..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
পাবনার আটঘরিয়ার দুই এতিম শিশুর করুণ পরিণতি বদলে দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জন্মের দিনেই মায়ের ত্যাগ ও বাবার অকাল মৃত্যুতে নিঃস্ব এই দুই শিশুর দায়িত্ব নিয়েছেন তিনি। সামাজিক যোগাযো..

প্রায় ৪ বছর আগে সঞ্জয়পুরের আলতাফ প্রামাণিক তার প্রথম সন্তান ও অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান। কিছু মাস পর স্ত্রী লাভলী দ্বিতীয় সন্তান জন্ম দিয়েই তাদের ফেলে অন্যত্র চলে যান। এরপর থেকে দাদা রাজু প্রামাণিক তাদের লালনপালনের দায়িত্ব নেন। ছোট একটি দোকান দিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন তিনি।

একটি ভিডিওতে দুই শিশুর দুর্দশার চিত্র ফুটে উঠলে তা তারেক রহমানের নজরে আসে। তিনি দ্রুত ‘আমরা বিএনপি পরিবার’কে নির্দেশ দেন যেন তাদের পাশে দাঁড়ানো হয়।

তারেক রহমানের পক্ষ থেকে সহযোগিতা পৌঁছায়

তারেক রহমানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন শনিবার সকালে শিশুদের হাতে আর্থিক অনুদান তুলে দেন। ঢাকা থেকে মোবাইল ফোনে তাদের খোঁজ নেন সংগঠনের আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

এই উদ্যোগে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি, পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা।

সাহায্যের প্রতিশ্রুতি: শিশুদের পাশে থাকবে বিএনপি পরিবার

তারেক রহমান শুধু এককালীন অনুদানই দেননি, বরং এই এতিম শিশুদের নিয়মিত সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তার এই মানবিক উদ্যোগ ইতোমধ্যেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

এতিম শিশুদের পাশে দাঁড়াতে আরও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নেতারা।

لم يتم العثور على تعليقات