close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

দু’পুলিশ কর্মকর্তাসহ চার জনের বিরুদ্ধে মামলা

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
মণিরামপুরের নোয়ালি গ্রামের নুর মোহাম্মদ মোড়ল বাদী হয়ে এ মামলা করেছেন।

অভিযোগ, পায়ে গুলি করার ভয় দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে দুই পুলিশ কর্মকর্তাসহ চার জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বুধবার মণিরামপুরের নোয়ালি গ্রামের নুর মোহাম্মদ মোড়ল বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অভিযোগের তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন।আসামিরা হলেন মণিরামপুরের রাজগঞ্জ ক্যাম্পের এসআই হেলাল সরদার, এসআই সেলিম রেজা, নোয়ালি গ্রামের ইউনুচ আলীর ছেলে মিঠুন গাজী এবং খোকা বিশ্বাসের ছেলে রিজাউল ইসলাম।


মামলার অভিযোগে জানা গেছে, আসামি মিঠুন ও রিজাউলের সাথে দীর্ঘদিন ধরে নুর মোহাম্মদের পরিবারের বিরোধ চলে আসছে। চলতি বছরের ২৭ জানুয়ারি বাড়ি থেকে ফোন করে নুর মোহাম্মদকে জানানো হয়, মিঠুন ও রিজাউলের সহযোগিতায় তাদের বাড়িতে পুলিশ এসেছে। এসময় ফোনে এসআই হেলালের সাথে তিনি কথা বলে জানতে পারেন, ভাতিজা জনি ও রায়হানের বিরুদ্ধে মণিরামপুর থানায় মামলা আছে।


এরপর পুলিশের দুই কর্মকর্তা জনিকে আটক ও গুলি করে পা উড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের কাছে এক লাখ টাকা দাবি করেন। বিষয়টি নুর মোহাম্মদ জানতে পেরে তানিয়া ও নাছিরের কাছ থেকে ৬০ হাজার টাকা ধান নিয়ে দুই পুলিশ কর্মকর্তাকে দেওয়া হয়। পরদিন এসআই হেলালকে টাকা নেওয়ার বিষয়টি জিজ্ঞাসা করে মামলা দিয়ে চালান করে দেওয়ার হুমকি দিয়ে তাড়িয়ে দেন।

No comments found


News Card Generator