close

লাইক দিন পয়েন্ট জিতুন!

দৌলতপুরে এলজিইডি’র কাজের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান..

মোঃ সম্রাট আলী avatar   
মোঃ সম্রাট আলী
****

কুষ্টিয়ার দৌলতপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে অভিযান চালিয়েছে দুদক।

 মঙ্গলবার দুপুর ১টায় দৌলতপুর উপজেলার আল্লারদর্গা-রিফাইতপুর সড়কের উন্নয়ন কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেয়ে তারা এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক বুলবুল আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যায়ল কুষ্টিয়ার উপ-সহকারী পরিচালক সৈয়দ মাইদুল হক সহ অন্যান্য কর্মকর্তা।  দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক বুলবুল আহমেদ জানান, কমিশনের অনুমতি সাপেক্ষে আমরা সরেজমিন তদন্তে এসেছি।

অভিযোগ ছিল প্রকল্পের কাজে নিম্নমানের ইট ও অন্যান্য সামগ্রী দায়সারাভাবে ব্যবহার করা হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে আমরা বিভিন্ন স্পটে সড়কের দৈঘ্য-প্রস্থ, হেজিং, প্যলাসাইট পরীক্ষা নিরীক্ষা করেছি।

পাশাপাশি কাজের স্যাম্পুল ও মেটারিয়াল্স নমুনা সংগ্রহ করেছি তা পরীক্ষা সাপেক্ষে এবং রেকর্ডপত্র সংগ্রহ করেছি তা যাচাই-বাছাই সাপেক্ষে কমিশনে রিপোর্ট দাখিল করা হবে।

দুদকের অভিযান চলাকালে দৌলতপুর উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম পুলক উপস্থিত ছিলেন। তিনি জানান, এটি ঘুর্ণিঝড় আম্ফান ও বন্যায় ক্ষতিগ্রস্থ পল্লী সড়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্প।

এই প্রকল্পের চুক্তিমূল্য ছিল ৪ কোটি ১৬ লাখ ৫১ হাজার টাকা। কাজটা শেষ হওয়ার কথা ছিল ২৪ অক্টোবর ২০২৪। পরবর্তীতে ঠিকাদার টাইম এক্সটেনশনের আবেদন করলে বিধি মোতাবেক সদর দপ্তরে প্রেরণ করা হয়। টাইম এক্সটেনশন হওয়ায় কাজটি চলমান আছে। ৫ আগষ্টের পরে ঠিকাদার পরিবর্তন হওয়ার কারনে টাইম এক্সটেনশন করা লেগেছে বলে তিনি উল্লেখ করেন।

 

Hiçbir yorum bulunamadı