দীর্ঘ আইনি লড়াই শেষে মেয়র পদ ফিরে পেলেন আরিফুর রহমান

মোঃ সম্রাট আলী avatar   
মোঃ সম্রাট আলী
****

চার বছরের বেশি সময় ধরে আইনি লড়াই করে মেয়র পদ ফিরে পেলেন কুষ্টিয়ার মিরপুর পৌরসভার মো. আরিফুর রহমান। আদালত তাকে মেয়র ঘোষণার পাশাপাশি আগামী ১০ কার্যদিবসের মধ্যে গেজেট প্রকাশের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছে।

রোববার (৪ মে) আদালতের রায়ের কপি নির্বাচন কমিশনের ডেসপাচে জমা দেন মো. আরিফুর রহমান। গত ২৭ এপ্রিল কুষ্টিয়ার বিশেষ ট্রাইব্যুনাল নং-৪ এর যুগ্ম দায়রা জজ মো. আলমগীর হোসাইন এই রায় দেন।

আদালতের রায়ে বলা হয়, স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা ২০১০-এর ৫৯(খ) বিধি অনুযায়ী আরিফুর রহমানের পক্ষে রায় দেওয়া হয়েছে।

আদালতের রায়ে আরও বলা হয়, গত ২০২১ সালের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মো. এনামুল হককে মেয়র নির্বাচিত ঘোষণা বাতিল করা হলো। ওই নির্বাচনে 'মোবাইল' প্রতীকের প্রার্থী আরিফুর রহমানকেই যথাযথভাবে মেয়র নির্বাচিত ঘোষণা করা হলো। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়কে আগামী ১০ দিনের মধ্যে আরিফুর রহমানকে মিরপুর পৌরসভার মেয়র হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত।

এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, আমাদের কাছে এখনো আদালতের রায়ের কপি আসেনি। রায়ের কপি এলে আমরা ব্যবস্থা নেব।

No comments found


News Card Generator