স্টাফ রিপোর্টার > দিনাজপুরের চিরিরবন্দরে নানার বাড়িতে ঈদ করতে এসে বাড়ীর পাশের পুকুরের পানিতে ডুবে মারা গেছে ৩ বছর বয়সি শিশু আব্দুল্লাহ। আজ রবিবার দুপুরে প্রাণহানির ওই মর্মান্তিক ঘটনা ঘটে
শিশু আব্দুল্লাহ (৩) ঢাকার জুরাইনের বাসিন্দা মাসুদ রানার ছেলে। তার বাবা জীবিকার তাগিদে সৌদি আরবে রযেছে।
স্থানীয়রা জানান, ঈদের আনন্দে অংশ নিতে বড় ছেলে রেদোয়ান এবং ছোট ছেলে আব্দুল্লাহকে সাথে নিয়ে বাবা আমিনুল ইসলামের আব্দুলপুর ইউনিয়নের থানাপাড়া গ্রামে বাড়িতে ফিরেন মেয়ে রুমি আক্তার। স্বজনদের অসর্তাকতায় দুপুরের দিকে বাড়ী সংলগ্ন পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায় শিশু আব্দুল্লাহ। কিছুটা বিলম্বে তাকে উদ্ধার করে চিরিরবন্দরের উপজেলা স্বস্হ্য কেন্দ্র থেকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তারা। তাকে মৃত বলে ঘোষনা করেছেন জরুরী বিভাগের চিকিৎসক। ওই মর্মান্তিক ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম।
এদিকে জেলা সদরের আত্রাই নদীর রাবার ড্যামে বন্ধুদের সাথে গোসলে নেমে দুপুর ১২ টার দিকে তলিয়ে নিখোজ রয়েছে মমিনুল নামে একজন কিশোর। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের রংপুর থেকে ডুবুরি তলব করা হয়েছে।
মমিনুল ইসলাম (১৭) জেলা শহরের ফুলবাড়ী বাস স্টান্ডের বাসিন্দা ভোলার ছেলে বলে জানিয়েছে স্হানীয়রা।
এছাড়াও গতকাল শনিবার ঈদের দিনে জেলার বীরগঞ্জের পাল্টাপুর ইউনিয়নের রাজিবপুরে বাড়ীর পাশের টিউবওয়েল পানি ফেলার গর্তের পানিতে ডুবে তাবাসসুম নামে ২ বছর বয়সি শিশু কন্যা মারা গেছে।
###